স্ত্রীর অভিমানে চুলার আগুন রান্নাঘরে : নেভাতে গিয়ে দগ্ধ স্বামী?

স্টাফ রিপোর্টার: স্ত্রীর অভিমানে চুলার আগুন রান্নাঘরে ধরে গেলে নেভাতে গিয়ে স্বামী আব্দুস সাত্তার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গতকাল রোববার বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দিয়েছেন।

জানা গেছে, আব্দুস সাত্তার বিকেল ৪টার দিকে বাড়ি ফিরে দেখেন স্ত্রী তখনও রান্না করছে। রান্না করতে এতো দেরি? কি করছিলো এতোক্ষণ? এ প্রশ্ন তুলতেই অভিমানী হয়ে ওঠে স্ত্রী। জ্বলন্ত উনন রেখে অভিমানী স্ত্রী ঘরে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই চুলার আগুন ধরে যায় রান্নাঘরে। আব্দুস সাত্তার আগুন নেভাতে গেলে তিনি অগ্নিদগ্ধ হন। আব্দুস সাত্তারের শয্যাপাশে থাকা তার নিকটজনেরা এ তথ্য দিলেও ঘটনার আড়ালে আরো কিছু আছে কি-না তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি। কারণ একটি সূত্র বলেছে, আব্দুস সাত্তার তার স্ত্রীর ওপর অভিমান করে নিজেই আগুন ধরিয়েছে। অবশ্য অন্য একসূত্র বলেছে, স্ত্রীই আগুন ধরিয়ে দিয়েছে। কোনটি সঠিক?