রুবেল বিয়ে করলে মামলা তুলে নেবো : হ্যাপি

স্টাফ রিপোর্টার: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি বলেছেন, রুবেল আমাকে বিয়ে করলেই মামলা তুলে নেবো। ধষর্ণের অভিযোগ আমি প্রমাণ করতে পারবো। প্রমাণ নিয়েই আমি প্রতারণা ও নারী নির্যাতন মামলা করেছি। গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর মিরপুর মডেল থানায় ফিরে হ্যাপি সাংবাদিকদের এ কথা বলেন। দুপুরে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় মিরপুর থানা পুলিশ। বিকেলে হ্যাপি মিরপুর থানায় ফিরে সাংবাদিকদের জানান, রুবেলের বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। ধষর্ণের অভিযোগ আমি প্রমাণ করতে পারবো। প্রমাণ নিয়েই আমি প্রতারণা ও নারী নির্যাতন মামলা করেছি। ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. হাবিবুজ্জামান জানান, হ্যাপির শারীরিক পরীক্ষার জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমরা চেষ্টা করবো দ্রুত রিপোর্ট দিতে। গত শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও নারী নির্যাতনের অভিযোগ এনে মিরপুর থানায় মামলা করেন মডেল ও অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপি। মামলা দায়েরের পর শনিবার সন্ধ্যায় তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয় হ্যাপিকে।

Leave a comment