মোদীকেও গ্রেফতার করা হোক : দাবি মমতার

মাথাভাঙ্গা মনিটর: সারদা কাণ্ডে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাল্টা আক্রমণ করে তার গ্রেফতার দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযেগে গ্রেফতার তৃণমূল সরকারের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে বরখাস্ত করার দাবিও নাকচ করেছেন তিনি। মোদিকে আক্রমণ করে মমতা বলেন, ছবি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ হলে সারদা কেলেঙ্কারির জন্য প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। নিজ দল তৃণমূল কংগ্রেসের এক জনসভায় একথা বলেন মমতা। সাহারা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেনের সাথে মিত্রর ছবির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ছবি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ হলে প্রধানমন্ত্রীও গ্রেফতার হওয়া উচিত। অনেক সিবিআই-এম নেতাদের সাথেই চিট ফান্ড মালিকদের ছবি আছে। সাহারা প্রধানের সাথে প্রধানমন্ত্রীরও ছবি আছে। তাহলে মোদীকে গ্রেফতার করা হবে না কেন? প্রশ্ন রাখেন মমতা। সারদা চিট ফান্ড মামলায় শুক্রবার মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) কর্মকর্তারা। এর পরপরই তাকে গ্রেফতার করা হয়।

Leave a comment