মুজিবনগর মোনাখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ মেম্বারের লিখিত অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন পরিষদের ১২ জন সদস্য। প্রতিকার চেয়ে তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, দীর্ঘ ১৯ মাস ভাতা পাননি মোনাখালী ইউনিয়ন পরিষদের সদস্যরা। তারপরেও তারা মাসিক সভায় নিয়মিত উপস্থিত হন। কিন্তু চেয়ারম্যানের দেখা পান না। চেয়ারম্যান নিজের ইচ্ছেমতো পিআইস নির্ধারণ করে এলজিএসপি, কাবিখা ও এডিপির প্রকল্প নামকাওয়াস্তে বাস্তবায়ন করে অর্থ উত্তোলন করেন। এতে ইউপি সদস্যদের সম্পৃক্ত কিংবা অবহিত করা হয় না। সরকারি কম্বল দুস্থদের মাঝে বিতরণ না করে নিজের ইটভাটা শ্রমিকদের মাঝে বিতরণ করেছেন। তাছাড়া প্রত্যেক ইউপি সদস্যর নামের সিল তৈরি করে প্রয়োজনীয় কাগজপত্রে চেয়ারম্যান জাল স্বাক্ষর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। নিজের ইটভাটার নিম্নমানের ইট দিয়ে প্রকল্পের রাস্তা নির্মাণ করেন। কোনো ইউপি সদস্য প্রকল্পের কাজের সময় তার ইটভাটা থেকে ইট না কিনলে ওই কাজের বিলে চেয়ারম্যান সই করেন না বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার মোবাইলফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।