বার দুর্ভাগ্যের চক্রে মেসি

মাথাভাঙ্গা মনিটর: চলতি মরসুমে লিওনেল মেসি যেন এক দুর্ভাগ্যের ফাঁদেই আটকা পড়েছেন। এবারের লা লিগায় আর্জেন্টিনার এ ফরোয়ার্ডকে বারবার গোলবঞ্চিত করছে ক্রসবার আর পোস্ট। গতকাল শনিবার স্পেনের ঘরোয়া লিগে গেতাফের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফেরে বার্সেলোনা। দলটির সেরা তারকা মেসিকে গোলবঞ্চিত করে ক্রসবার। ৫২তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিক নেন মেসি। গেতাফের গোলরক্ষক পরাস্ত হলেও আর্জেন্টিনার তারকার সেই ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে। এটাই প্রথম নয়, এ মরসুমে এর আগে লিগে আরো সাতবার এমন দুভার্গ্যের শিকার হতে হয় আর্জেন্টিনার ফরোয়ার্ডকে। কখনো ক্রসবার, কখনো আবার পোস্ট গোলবঞ্চিত করে তাকে। মেসির পরই এ দুর্ভাগ্য বেশি পুড়িয়েছে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমাকে। ক্রসবার ও বারে লেগে তার চারটি শট ফিরে আসে।

Leave a comment