গাংনীতে এক কেজি গাঁজাসহ এক গাঁজা পাচারকারী আটক

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছা-সাহারবাটি মাঠের সড়কে অভিযান চালিয়ে খোরশেদ আলী (৪৫) নামের এক গাঁজা পাচারকারীকে এক কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব। গতকাল রোববার সকালে গাংনী র‌্যাব-৬ ক্যাম্পের এক মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার কালিগাংনী গ্রামের রেজাউল হকের ছেলে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি নূরুজ্জামান জানান, খোরশেদ আলী সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে একটি আলগামনযোগে গাংনীর উদ্দেশে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার নামে মামলাসহ গতকাল দুপুরেই গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a comment