কুমার সাঙ্গাকারার জরিমানা

 

মাথাভাঙ্গা মনিটর: আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার কবলে পড়লেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ম্যাচ চলাকালীন মাঠের আম্পায়ারের সাথে তর্ক করায় তাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাল্লেকেলেতে সিরিজের ষষ্ঠ ম্যাচে টস জিতে ব্যাটিং-এ নামে শ্রীলঙ্কা। স্বাগতিকদের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে আউট হওয়ায় ইনিংসের চতুর্থ ওভারেই ক্রিজে আসেন সাঙ্গাকারা। এরপর সময় যতোই গড়িয়েছে ততই নিজের ইনিংসটাকে বড় করেছেন তিনি। তবে ইনিংসের ৩৪তম ওভারে মাঠের আম্পায়ারের ব্রুস অক্সেনফোর্ডের সাথে তর্কে জড়িয়ে পড়েন সাঙ্গাকারা। ওই সময় ব্যাটিং পাউয়ার প্লে নেয়ার কথা অক্সেনফোর্ডকে জানিয়েছিলেন সাঙ্গাকারা। তবে আম্পায়ার দিতে রাজি হননি। ফলে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন সাঙ্গাকারা। তর্কের রেশ এখানেই থেমে যায়নি। ওই ওভারের দ্বিতীয় বলে তার সতীর্থ তিলকরত্নে দিলশান ব্যক্তিগত ৬৮ রানে আউট হবার আম্পায়ারের সাথে পুরোনো ইস্যুতে আবারো তর্ক করেন সাঙ্গাকারা। ফলে ম্যাচ শেষে আইসিসির আচরণ বিধি ২.১.৩ ধারা ভঙ্গ করায় সাঙ্গাকারাকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করে ক্রিকেটের প্রধান সংস্থাটি। সাঙ্গাকারার জরিমানা হওয়া ম্যাচে ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। আর এ ম্যাচে ১১২ রানের নান্দনিক ইনিংস খেলেন ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা।

Leave a comment