আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পারকুলা আবাসন প্রকল্প এখন সন্ত্রাসীদের আশ্রয়ণে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে এখন আশ্রয়ণ প্রকল্প ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা। আশ্রায়ণ প্রকল্পের হতদরিদ্র বাসিন্দা মতিয়ারকে কুপিয়ে নৃশংসভাবে খুনের একমাস অতিবাহিত হলেও এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ভয়ে আতঙ্কে পালাচ্ছে বাকিরা।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের অন্তর্গত পারকুলা আবাসন প্রকল্পে বসবাসকারী হতদরিদ্র মতিয়ার রহমানকে গত ১৬ নভেম্বর অজ্ঞাত সন্ত্রাসীরা কুপিয়ে খুন করে। এ নির্মম খুনের ১ মাস অতিবাহিত হলেও খুনিদের পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। রাত হলেই এ আবাসনের পরিবেশ থমথমে হয়ে ওঠে। আশপাশ সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠে। ভয়ে আতঙ্কে এখন আবাসন ছেড়ে পালাচ্ছে সহায় সম্বলহীন মানুষ। ইতোমধ্যেই আবাসন ছেড়েছে আবুল কাশেম, খলিলুর রহমান, হাসমত আলী, শফি উদ্দীন, সুজন আলী ও চাঁদ আলীর পরিবার। এছাড়া সেখানে বসবাসরত দাসরাও আবাসন প্রকল্প ছাড়ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলার মিরপুরের হতদরিদ্র মুন্তাজ আলীর ছেলে মতিয়ার রহমান (৪৫) বেশ কয়েক বছর ধরে আলমডাঙ্গার পারকুলা আবাসন প্রকল্পে বসবাস করে আসছিলেন। তিনি আবাসন সংলগ্ন গাঙের পাহারাদার ছিলেন। গত ১৬ নভেম্বর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানেই তিনি মারা যান।