হামলাকারীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল : মানববন্ধন ও সড়ক অবরোধ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ইভটিজিঙের প্রতিবাদ করায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে জখম করেছে এক বখাটে। গতকাল রোববার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে শহরের কাঞ্চননগরে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুর বাড়ির পূর্বপাশের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রীর নাম তামান্না ইসলাম মৌ (১৩)। সে ঝিনাইদহ ফজর আলী গালর্স স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী এবং উপজেলার ধোপাঘাটা-গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফজর আলী গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ জানান, গতকাল রোববার সকাল ৯টার দিকে মৌসহ আরও তিন ছাত্রী পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। তারা শহরের কাঞ্চননগরে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম অপুর বাড়ির পূর্বপাশের রাস্তায় পৌঁছুলে এক বখাটে তাদের উত্ত্যক্ত করতে থাকে। এ ঘটনায় তারা প্রতিবাদ করলে ওই বখাটে ছুরি দিয়ে মৌ’র হাত ও পায়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তবে মৌ’র সহপাঠীরা অক্ষত ছিলো। বখাটের নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দীন আজাদ জানান, কোনো মামলা না হলেও বখাটেকে ধরার জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে দুপুরে হামলাকারী বখাটেকে দ্রুত আটক ও বিচারের দাবিতে ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা শহরের পায়রা চত্বরে মানববন্ধন করে। এ সময় বক্তারা আগামী ৩ দিনের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন।