আলমডাঙ্গা খাসকররার মৌসুমি আবারও রিপনের বাড়িতে অবস্থান
খাসকররা প্রতিনিধি: আলমডাঙ্গা খাসকররার মৌসুমি আবারও রিপনের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রিপনের বাড়ি গিয়ে দু সন্তানের জননী মৌসুমি (২০) বিয়ের দাবি জানায়। পরে বাজার সালিসের মাধ্যমে মৌসুমির পিতার জিম্মায় দেয়া হয়েছে। আজ আবারও সালিসে আয়োজন করা হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারপাড়ার হাবিবুর রহমান ওরফে হাবিবুর কুরফার মেয়ে মৌসুমি খাতুন প্রেমসম্পর্ক করে প্রায় বিয়ে করে প্রতিবেশী হাজি হানেফ আলীর ছেলে এমদাদুলের সাথে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে দু সন্তান রয়েছে। এরই মাঝে মৌসুমি একইপাড়ার মন্টুর ছেলে রিপনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। রিপনের সাথে মৌসুমি একাধিকবার অজানার উদ্দেশে পাড়ি জমায়। সর্বশেষ রিপন প্রায় ৮ মাসে আগে মৌসুমিকে নিয়ে নিরুদ্দেশ হয়। পরে বেশ কিছু দিন পর মৌসুমিকে ঢাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার ৪ মাস পরে পরে অর্থাৎ গত আগস্ট মাসে শেষ সপ্তায় রিপন বাড়ি ফেরে। ২৯ আগস্ট মৌসুমির স্বামী-শ্বশুরসহ তাদের লোকজন নিয়ে রিপনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ ৬ জনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় উভয়পক্ষ আইনের আশ্রয় নেয়। সে মামলা এখনও চলমান। এরই মধ্যে গতকাল শনিবার সন্ধ্যায় রিপন খাসকরার বাজার অবস্থান করাকালে মৌসুমি রিপনের বাড়ি অবস্থান নেয়। গতরাত ৯টার দিকে বাজার এ বিষয়ে সালিসের আয়োজন করা হয়। সালিসে খাসকররা ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য বিল্লাল গনি, তিয়রবিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই বায়েজিত, খাসকররা অস্থায়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই রবিউল ইসলাম, বাজার কমিটির সভাপতিসহ স্থানী গণ্যমান্য বক্তি উপস্থিত ছিলেন। সালিসের মৌসুমিকে তার পিতা হাবিবুর কুরফার হাতে তুলে দেয়া হয়। আজ এ বিষয়ে আবার সালিস হতে পারে বলে স্থানীয় অনেকেই জানিয়েছেন।