মেহেরপুরে সাফদার আলী ৩১তম মৃত্যুবার্ষিকী পালন

 

মেহেরপুর অফিস: কোরআনখানি, কবর জিয়ারত , আলোচনাসভা ও ৱ্যালির মাধ্যমে মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রতিষ্ঠাতা মরহুম সাফদার আলীর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনাসভায় অতিথি ছিলেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সাবেক প্রধান শিক্ষক ইসলাম আলী ও মুসলিম আলী, সাবেক সহকারী শিক্ষক আলউদ্দিন আহম্মেদ। সহকারী শিক্ষক এনামূল হকের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাও. তালেব উদ্দিন, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, সেলিনা পারভীন, শামীমা পারভীন, ফারহানা খাতুন, সুফিয়া খাতুন প্রমুখ।

Leave a comment