মহেশপুর প্রতিনিধি: গতকাল শনিবার সকালে মায়ের সাথে ঝগড়া করে লড়াইঘাট গ্রামের সামাদ আলী গাজী (১২) নামের একজন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাকে আটক করে। এ বিষয়টি তার বাবা শ্রীনাথপুর ক্যাম্পে জানালে ক্যাম্পের হাবিলদার তাহাজ্জেল হোসেন ঘটনাটি ভারতীয় ফতেপুর ক্যাম্পের বিএসএফকে জানান। গতকাল শনিবার সাড়ে ১১টার দিকে শ্রীনাথপুর সীমান্তের হালদারপাড়া নামক স্থানে বিজিবি বিএসএফ বৈঠকে বসে। বাংলাদেশের পক্ষে শ্রীনাথপুর ক্যাম্পে হাবিলদার তাহাজ্জেল হোসেন নেতৃত্ব দেন এবং ভারতের পক্ষে ফতেপুর ক্যাম্পের কমান্ডার নেতৃত্ব দেন। উভয় দেশের মধ্যে বৈঠকে সামাদ আলী গাজীকে বিএসএফ ফেরত দিয়ে সতর্ক করে দেয় এবং বিজিবি হাবিলদার তাহাজ্জেল হোসেন তাকে ফেরত নেন।
মহেশপুরে সীমান্তে বিএসএফ’র হাতে যুবক আটক : অতপর ফেরত
