চ্যাম্পিয়ন দাবাড়ু চিতু রানারআপ মানিক আকবর

চুয়াডাঙ্গা প্রেসক্লাব বিজয় দিবস ইনডোর গেম ২০১৪

 

স্টাফ রিপোর্টার: বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব আয়োজিত ইনডোর গেম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দাবাড়ু খ্যাতি অর্জন করেছেন সাংবাদিক চিত্তরঞ্জন সাহা চিতু। রানারআপ হয়েছেন সাংবাদিক মানিক আকবর আর দ্বিতীয় রানারআপ হয়েছেন সাংবাদিক বিপুল আশরাফ। গতকাল শনিবার প্রেসক্লাব মিলনায়তনে উৎসবপূর্ণ পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার সন্ধ্যায় বসবে লুডু প্রতিযোগিতার আসর।

মহান বিজয় দিবস ইনডোর গেম প্রতিযোগিতার গতকাল শনিবার ছিলো তৃতীয় দিন। কার্ড, ক্যারামবোর্ডের পর তৃতীয় দিনে দাবা নিয়ে বসেন একদল দাবাড়ু। তত্তাববধানে ছিলেন যথরীতি প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিনসহ ক্লাব নেতৃবৃন্দ। টসে কালের কণ্ঠ প্রতিনিধি মানিক আকবর মুখোমুখি হন এসএ টিভি প্রতিনিধি বিপুল আশারাফের। আলোর জগত প্রতিনিধির মুখোমুখি হন ইউএনবি প্রতিনিধি চিত্তরঞ্জন সাহা চিতুর। মানিক আকবর আর চিত্তরঞ্জন সাহা চিতু চূড়ান্ত পর্বে মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেন। এ পর্বে স্নায়ু চাপে ছিলেন দুজনই। কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান লড়াই চলতে থাকে দীর্ঘক্ষণ। কখনো মাথা চুলকোনো, কখনো মুখে হাত। চূড়ান্ত পর্বের শুধু ক্লাব সদস্যরাই নয়, ক্লাবের দাতা সদস্য তৌহিদ হোসেন, সাংবাদিক শাহ আলম সনির পত্নী রমাসহ অনেকেই উপস্থিত হয়ে দর্শকের সারিতে বসে খেলোয়াড়দের উৎসাহ জোগান। চেক, নিজেকে বাঁচিয়ে পাল্টা চেক। করতালি তো ছিলোই। শেষ পর্যন্ত চিত্তরঞ্জন সাহা চিতু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হন মানিক আকবর। অপর দুজনের মধ্যে দ্বিতীয় রানারআপ নির্ধারণী খেলায়ও স্নায়ুচাপ মাঝে মাঝে ক্লাব মিলনায়তনে উপস্থিত দর্শকদের গম্ভীর করে তোলে। হারতে হারতে যেন ঘুরে দাঁড়ান বিপুল আশরাফ। শেষ পর্যন্ত তিনিই দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে মাহফুজ মামুনকে বলেন, চমৎকার। দারুণ খেলেছো তুমি। তোমাকে অভিবাদন।

উল্লেখ্য, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ কোনো খেলা রাখা হয়নি। আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় একই স্থানে লুডু প্রতিযোগিতা। মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হবে। খেলায় অংশগ্রহণকারীরাও পাবেন সান্ত্বনা পুরস্কার।