খাদ্য অধিকার মানবাধিকার শীর্ষক মতবিনিময়কালে অহিদুল ইসলাম বিশ্বাস

 

খাদ্য অধিকার আইনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি: সবার জন্য খাদ্য চাই, খাদ্য অধিকার আইন চাই’ এ স্লোগানকে সামনে রেখে খাদ্য অধিকার মানবাধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং রুমে দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার চুয়াডাঙ্গা জেলা কমিটি এ সভার আয়োজন করেন। দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার জেলা কমিটির যুগ্মআহ্বায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাস। এ সময় তিনি বলেন, কৃষক দেশের চালিকা শক্তি। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক ফসল উৎপাদন করে দেশের ১৬ কোটি মানুষের খাদ্যের যোগান দেয়। কিন্তু তারা তাদের ফসলের ন্যায্যমূল্য পায় না। সার, ডিজেলসহ সকল কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি হওয়ায় ফসল বিক্রি করে খরচ ওঠে না। ক্রমে ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের কৃষককূল। সবার জন্য খাদ্য নিশ্চিত করার জন্য খাদ্য অধিকার আইন প্রণয়ন সময় উপযোগী দাবি। এ দাবি আদায়ের জন্য দেশের সকল পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার জেলা কমিটির যুগ্মআহ্বায়ক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় অতিথি ছিলেন জেলা জাসদের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম শেখ, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, বাংলাদেশের কমিউনিস্টপার্টির নেতা লুৎফর রহমান, গভার্নেন্স কোয়ালিশনের জেলা প্রতিনিধি জহির রায়হান, উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস ও উদীচীর কোষাধ্যক্ষ শাহিন সুলতানা মিলি, ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গির আলম। প্রবন্ধ পাঠ করেন ওয়েভ ফাউন্ডেশনের সহসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মাহাবুবুর রহমান মুকুল, খাইরুল মিনা, সিডিএফ’র প্রকল্প সমন্বয়কারী চুমকী।