কুমড়ো-কলাইর বড়ি দেয়ার আদর্শ সময় আসন্ন

আবহাওয়ার পূর্বাভাস- কুয়াশা কমে বাড়তে পারে শীতের তীব্রতা

 

স্টাফ রিপোর্টার: চলতি মাসের মাঝামাঝি সময় থেকে শীতের প্রকোপ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে শীতের প্রকোপ বাড়লেও কমতে পারে কুয়াশার তীব্রতা। ফলে ওই সময়টাই কুমড়ো-কলাইয়ের বড়ি দেয়ার ধুম পড়তে পারে। এদিকে চুয়াডাঙ্গা ও যশোরে গতকাল তীব্র শীত অনুভুত হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৫ আর যশোরে ছিলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যশোরের তাপমাত্রাই গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ২১ দশমিক ৭ এবং যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে যশোরের তুলনায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেশি অনুভুত হয়েছে। তীব্র শীতে দুস্থদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতরাতে চুয়াডাঙ্গায় কুশয়ার প্রভাব কম থাকলেও দিনে মেঘের আড়ালে ছিলো সূর্য। ফলে সারাদিনই শীত ছিলো অসহনীয়। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি কাটলেই কুমড়ো-কলাইয়ের বাড়ি দেয়ার আদর্শ আবহাওয়া ফুটে উঠতে পারে।

আবহাওয়া অধিদফতরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ মাসের ১৭ তারিখের পর থেকে ক্রমাগত বাড়তে পারে শীতের তীব্রতা। চলতি মাসের শেষার্ধে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া বাতাস প্রবাহমান থাকলে কুয়াশা কেটে যাবে। তবে বাতাস বন্ধ হয়ে গেলে কুয়াশার প্রকোপও বাড়তে পারে। আবহাওয়া বিজ্ঞান অনুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে শুক্রবার এ বছরের সর্বনিম্নতাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Leave a comment