স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ইব্রাহিমপুরের বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স লুলু ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। আজ বাদ জোহর নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
জানা গেছে, ইব্রাহিমপুরের মৃত সৈয়দ আলী বিশ্বাসের ছেলে বীর মু্ক্তিযোদ্ধা এলাহী বক্স লুলু ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হন। গতরাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দু ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা এলাহী বক্স লুলু অ্যাড. রেজাউল হক, মো. রবিউল হক মাস্টার ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোকেয়ার বড় ভাই।