আলমডাঙ্গায় প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ‘ছেলে মেয়ে বিভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই’ একীভূত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, জেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মাসুদ্দুজ্জামান লিটু বিশ্বাস চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলী। উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূর ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু, হাফিজুর রহমান, শাহাজান রেজা, শিক্ষক সমিতিরি সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম,মোল্লা ফেরদৌস-উল-আলম-রিজভী, সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হারেছ উদ্দিন, আমিনুল হক, রকিবুস সালেহীন, শামীম রেজা, যুবলীগের মিজান, পিন্টু, বুলবুল, ফারুক, সৈকত প্রমুখ। পরে হুইপ ৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। অভিষেক অনুষ্ঠানের পূর্বে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে বধ্যভূমি পরিদর্শন করেন।