আট খেলোয়াড়কে পিটিয়ে জখম করার অভিযোগ

বিষ্ণুপুর ফুটবল মাঠে গোলকে কেন্দ্র করে উভয়দলের মধ্যে তর্ক-বিতর্ক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুর ফুটবল মাঠে একটি গোলকে কেন্দ্র করে উভয়দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দর্শনা শ্যামপুরের রয়েলস ক্লাবের ৮ জন খেলোয়াড়কে পিটিয়ে জখম করেছে বলে কমিটির লোকজনের প্রতি অভিযোগ উঠেছে। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত খেলোয়াড় খাইরুল বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গতকাল শনিবার বিকেলে বিষ্ণুপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে দামুড়হুদার বিষ্ণুপুর ফুটবল মাঠে দর্শনা শ্যামপুরের রয়েলস ক্লাবের সাথে শোলগাড়ি ফুটবল একাদশের মধ্যে (বিষ্ণুপর কমিটির টিম) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই একটি গোলকে কেন্দ্র করে উভয়দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরই এক পর্যায়ে বিষ্ণুপুরের লিটন, মখলেস, খোকন, কুতুব, ফিরোজ, মাদার, খোকনসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন খেলার মাঠের মধ্যে ঢুকে পড়ে এবং দর্শনা শ্যামপুরের রয়েলস ক্লাবের খেলোয়াড় দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার হাফিজুরের ছেলে পলক (১৭), ঈশ্বরচন্দ্রপুরের নাজিমের ছেলে বাবু (১৬), একই গ্রামের মোতালেবের ছেলে ওসমান (২০), মঙ্গলের ছেলে সোহেল (২১), হাশেমের ছেলে খাইরুল (২২), তোফাজ্জেলের ছেলে লিটন (২৬), দর্শনা আজমপুরের মানিকের ছেলে নয়ন (২৪) ও নূর ইসলামের ছেলে শামিমকে (২০) বাটাম দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত খেলোয়াড়দের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত খেলোয়াড়রা জানায়, প্রতিপক্ষ দলটি শৌলগাড়ি ফুটবল একাদশের নামে থাকলেও খেলাটি হচ্চিল বিষ্ণুপর কমিটির টিমের সাথে। তারা আরো জানায় আমাদের যারা মেরেছে তারাও ওই ফুটবল খেলা পরিচালনা কমিটিরই লোকজন।