হুদাপাড়া ফুটবল টুর্নামেন্টে আশরাফপুর জয়ী

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি; দামুড়হুদার হুদাপাড়া ফুটবলে মেহেরপুর মুজিবনগর উপজেলার আশরাফপুর একাদশ জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হুদাপাড়া সরকারি প্রাইমারী স্কুলমাঠে ২য় রাউন্ডের ৪র্থ খেলায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস একাদশকে ৩-০ গোলে পরাজিত করে আশরাফপুর একাদশ । খেলাটি পরিচালনা করেন সাজেদুল ইসলাম পটল, মাহাবুব হোসেন, সেলিম রেজা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাজমুল হোসেন গ্যাগার, ধারাভাষ্যে ছিলেন সেলিম হোসেন ও জাকির হোসেন।

Leave a comment