দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্মসম্পাদক প্রয়াত দিলীপ দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দামুড়হুদা মাতৃ মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মনোরঞ্জন দেবনাথ। আলোচনা করেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা জগবন্ধু ধর, সুধীর কুমার সান্তারা, উত্তম রঞ্জন দেবনাথ, অজয় কুমার লোধ প্রমুখ। সভার শুরুতে দিলীপ দাসের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের সদস্যদের কাছে অজ্ঞাত চাঁদাবাজরা চাঁদা দাবি করার প্রতিবাদ জানানো হয়েছে। চাঁদাবাজদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি তুলেছেন পরিষদের নেতৃবৃন্দ। উপস্থাপনা করেন মিল্টন সাহা।