স্টাফ রিপোর্টার: বিয়ের ২ বছর পূর্ণ করলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। কেক কেটে বিয়ে-বার্ষিকী পালন করে ভক্ত ও সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এ জুটি। সাকিব তার ফেইসবুক পেইজে বিয়ে-বার্ষিকীর কেক ও শিশিরকে নিয়ে কেট কাটার ছবি দিয়েছেন। তিনি জানান, শিশিরের সাথে জীবনের সেরা দুটি বছর পার করেছেন তিনি। স্ত্রীকে আমৃত্যু ভালোবেসে যাওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। ফেইসবুক স্ট্যাটাসে সবার কাছে দোয়াও চেয়েছেন সাকিব-শিশির জুটি।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সাথে পরিচয় হয় সাকিবের। প্রায় ২ বছর প্রেম করার পর পারিবারিকভাবেই ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে হয় তাদের। শিশির পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানেই তিনি পড়াশোনা করেছেন সফটওয়্যার প্রকৌশলে।