মেহেরপুরের হিজুলী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঢেপা একাদশ

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার হিজুলী ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে গাংনীর ঢেপা ফুটবল একাদশ। গতকাল শুক্রবার হিজুলী প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক হিজুলী দলকে ১-০ গোলে পরাজিত করে ঢেপা একাদশ।

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে খেলার প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই বিজয়ী দলের কনক গোল করে দলকে এগিয়ে নেন। তবে পাল্টা কয়েকটি আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হন হিজুলী একাদশের স্ট্রাইকাররা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান একমাত্র গোল করা স্ট্রাইকার কনক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি হিসেবে একটি করে খাসি ছাগল তুলে দেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রবিউল হক। আরো উপস্থিত ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মউক নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম, ইউপি সদস্য মশিউর রহমান ডাবলু, এমদাদুল হক মাস্টার, জয়নাল আবেদীন ও দ্বিন মহাম্মদ মাস্টার প্রমূখ। এলাকার বিপুল সংখ্যক ফুটবলমোদী নারী পুরুষ খেলা উপভোগ করেন।

 

Leave a comment