ভারতকে বড় লক্ষ্য দেয়ার পথে অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে অ্যাডিলেইড টেস্টের দ্বিতীয় ইনিংসেও শতক করেছেন ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী এ ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর পরের ব্যাটসম্যানরা দ্রুত রান তুলতে থাকায় ভারতকে বড় লক্ষ্য দেয়ার পথে রয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে ৩৬৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৯০ রান। এর আগে ৪৪৪ রানে অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার ৫১৭ রানের প্রথম ইনিংসের জবাবে তৃতীয় দিন শেষ ৫ উইকেটে ৩৬৯ রান করে ভালোই জবাব দিচ্ছিল ভারত। কিন্তু চতুর্থ দিন সকালে সেটা ধরে রাখতে পারেনি তারা। গতকাল শুক্রবার অতিথিদের ইনিংসে ধস নামানোর কৃতিত্বটা নাথান লিয়ন ও পিটার সিডলের। দিনের একাদশ ওভারে রোহিত শর্মাকে নিজেই দারুণ এক ক্যাচ ধরে ফেরত পাঠান স্পিনার লিয়ন। ৭ রানের ব্যবধানে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান কর্ন শর্মাকে বোল্ড করেন সিডল। ১১৪তম ওভারে লিয়নের অফস্পিনে ঋধিমান সাহা ও ইশান্ত শর্মা ফিরে যান। তিন ওভার পর মোহাম্মদ সামিকে ওয়াটসনের ক্যাচ বানিয়ে ভারতের ইনিংস শেষ করে দেন সিডল। ১৩৪ রান খরচায় ৫ উইকেট নেন লিয়ন। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতে ক্রিস রজার্সকে হারালেও ওয়ার্নারের ব্যাটে বড় ইনিংসের সম্ভাবনা জাগায় অস্ট্রেলিয়া। শেন ওয়াটসনের সঙ্গে ১০২ রানের জুটি গড়েন প্রথম ইনিংসে শতক করা এ ব্যাটসম্যান।
প্রথম দিনের মতো এই দিনও ৬৩ রান করার পর বন্ধু হিউসকে স্মরণ করেন ওয়ার্নার। ১৬৬ বলে ১০২ ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। এ বছর ওয়ার্নারের এটা ষষ্ঠ টেস্ট শতক। আর এই ইনিংসে টেস্টে বছরে এক হাজার রান পূর্ণ হলো তার। অস্ট্রেলিয়ার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। আউট হওয়ার আগে ৪টি চার ও ৩টি ছক্কায় ২৬ বলে ৪০ রান করেন মিচেল মার্শ। ভারতের পক্ষে ৯৫ রানে ২ উইকেট নেন কর্ন শর্মা। পঞ্চম দিনের খেলায় কোনো বিঘ্ন না ঘটলে কমপক্ষে ৯৮ ওভার খেলা হবে। অস্ট্রেলিয়া দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করলে দারুণ এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারে ক্রিকেটপ্রেমীরা।

Leave a comment