ফেসবুকে উসকানি দেয়ায় যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত নারীর কারাদণ্ড

 

মাথাভাঙ্গা মনিটর: ফেসবুকে উসকানি দেয়ার অপরাধে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রুনা খান (৩৫) নামের এক নারীকে পাঁচ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সিলেটে জন্ম নেয়া রুনা ফেসবুকের মাধ্যমে তার বন্ধু ও পরিচিতদের সিরিয়ায় জিহাদে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছিলেন। গত বৃহস্পতিবার কিংস্টন ক্রাউন কোর্ট এ দণ্ডাদেশ দেন। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে রুনা জানান, প্রত্যেক নারীর উচিত জিহাদে অংশ নেয়া। বসবাসের জন্য যুক্তরাজ্য হচ্ছে তার কাছে সবচেয়ে কম পছন্দের দেশ। তার মতে, যুক্তরাজ্যে শরিয়া আইন না থাকার কারণে অনেক মুসলিম জেলখানার জীবনযাপন করছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পরিচয় গোপন করে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন বিভাগের এক পুলিশ সদস্য রুনা বন্ধু হন। এক পর্যায়ে তিনি সিরিয়া জিহাদে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করে রুনার কাছে পরামর্শ চান। এর প্রেক্ষিতে রুনা তাকে সিরিয়া জিহাদে অংশ নেয়ার পথ বাতলে দেন। গত সপ্তায় দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ নাহিদ আহমদের কাছ থেকেই রুনা ফেসবুকে ওই গোপন পথের সন্ধান পান বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Leave a comment