স্টাফ রিপোর্টার: জীবননগর উথলী আলীপুরের সাইফুল ইসলামকে (২৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শনিবার তার দোবাই যাওয়ার ফ্লাইট ছিলো। গতকাল সকালেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে। পরশু রাতে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে জখম করা হয় বলে জানিয়েছেন তিনি।
সাইফুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ও হাতে ধারালো অস্ত্রের গুরুতর কোপ লেখেছে। রক্তাক্ত জখম সাইফুল ইসলাম বলেছেন, ফ্লাইটের দিনক্ষণ পরিবর্তন করতে পারলেও আগামী ২৩ ডিসেম্বর ভিসার মেয়াদ শেষ হবে। এদিনের মধ্যে সুস্থ হয়ে দোবাই না যেতে পারলে আমাকে হারাতে হবে চাকরি। দোবাই যাওয়ার বিষয়টিই পড়বে অনিশ্চয়তার মধ্যে। এ তথ্য দেয়ার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে, আয়ুব আলীর ছেলে সাইফুর ইসলাম দীর্ঘ ৭ বছর দোবাই প্রবাসী। কয়েক মাস আগে তিনি দেশে ফিরেছেন। স্ত্রী সন্তান ঢাকায় ছিলো। গতপরশু তিনি আলীপুরস্থ নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কে বা কারা চাটাইয়ের বেড়া দেয়া ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। কে বা কারা কেন এ হামলা চালিয়েছে তা স্পষ্ট করে কিছু বলতে পারেননি সাইফুল। তিনি শুধু বলেছেন, আমি সুস্থ হয়ে দোবাই ফিরতে চাই। আমাকে দ্রুত সুস্থ করে তুলুন।