আলমডাঙ্গা চিৎলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন ও যোগদান

 

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভা ও যোগদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে আইন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভায় চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, তহিদুল ইসলাম ফকা, সুপার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সিস্টেম অ্যাসোসিয়েট-স্টেচার চেয়ারম্যান আব্দুল মোমিন স্বপন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক মহিবুল হক মন্টু ও সহসভাপতি ইন্তাদুল মেম্বার। বক্তব্য রাখেন- রানা মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাবুব আলম পল্টু, জহুরুল ইসলাম খোকন, সাফে মেম্বার, আব্দুর রাজ্জাক, আতাল, হায়দার আলী, মঞ্জু, মাহাবুল, আতাউর রহমান, জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালন। অনুষ্ঠানে যুবলীগের ৬ নং ওয়ার্ড কমিটিতে খাইরুল ইসলামকে সভাপতি মহিবুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাইফুল আলম ও আকরামকে সহসভাপতি, হারুন ও সাহাবুলকে সহসাধারণ সম্পাদক ও মকলেছুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভা শেষে জামায়াত ইসলামী নেতা আকরামুল হকের নেতৃত্বে ৬ নং ওয়ার্ডের জামায়াত-বিএনপির ৩৮ জন নেতাকর্মী প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে হাত রেখে আওয়ামী লীগে যোগদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment