বাঁওড় ম্যানেজারকে না পেয়ে সহকারীকে পেটালো এলাকাবাসী

ঝিনাইদহের কোটচাঁদপুর জয়দিয়া বাঁওড় লোপাটের অভিযোগ

 

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি জয়দিয়া বাঁওড়টি লোপাটের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাঁওড়টি ঘিরে সংশ্লিষ্ট ম্যানেজার ও একজন ক্ষমতাধর রাজনীতিক আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ায় বাঁওড় পাড়ের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এরই বহির্প্রকাশ ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাঁওড়ের ক্ষেত্র সহকারীকে মারধরের মাধ্যমে।

জানা গেছে, গত ১৯ নভেম্বর কোটচাঁদপুর সরকারি জয়দিয়া বাঁওড়ে মৎস্য আহরণ শুরু হয়। মাছ ধরার শুরুর পর থেকে বাঁওড় ম্যানেজার হামিদুর রহমান তার সুবিধা অনুযায়ী স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা কায়দার রহমানকে সাথে নিয়ে মাছ চুরিতে মেতে ওঠেন বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ভোক্তাদের জন্য বাঁওড় অফিসের নির্ধারিত মৎস্যল্যান্ডিঙে মাছ না উঠিয়ে রাতের অন্ধকারে বাঁওড় ধারের বিভিন্ন জঙ্গলে মাছ তুলে চোরাই পথে বিক্রি করে আসছে। যে কারণে ভোক্তারা মাছ না পেয়ে গতকাল বিকেলে বাঁওড় অফিস ঘেরাও করে। এ সময় বাঁওড় ম্যানেজার হামিদুর রহমান পরিস্থিতি বেগতিক দেখে পেছনের দরজা দিয়ে সটকে পড়ে। পরে এলাকাবাসী বাঁওড় ম্যানেজারকে না পেয়ে ক্ষেত্রসহকারী ফজলুর রহমানকে উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা কায়দার রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইলফোন বন্ধ রাখায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বাঁওড় ম্যানেজার হামিদুর রহমান বলেন, আমি সাধ্যমতো পরিবেশ ঠিক রেখে বাঁওড় থেকে মাছ উঠানোর চেষ্টা করে যাচ্ছি। কিছু উশৃঙ্খল ব্যক্তি পরিবেশ ঘোলা করছে।