নেইমারের আরেকটি দুর্দান্ত গোল

মাথাভাঙ্গা মনিটর: বল নিয়ে কারিকুরি করে ফুটবল বিশ্বকে মোহিত করে যাচ্ছেন নেইমার। এরই ধারাবাহিকতায় পিএসজির বিপক্ষে অসাধারণ এক গোল করে বিশ্বজোড়া ফুটবল রোমাঞ্চপিয়াসীদের মুগ্ধ করেছেন বার্সেলোনার ফরোয়ার্ড। নিজেদের মাঠ কাম্প নউতে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে পিছিয়ে পড়েও পিএসজিকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোতে ওঠা বার্সেলোনাকে এগিয়ে দেয়া গোলটি করেন নেইমার। প্রতিপক্ষের সীমানায় বল পেয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে পিএসজির জালে গোল করেন তিনি। নেইমার শটটি নেয়ার সময় তার চারদিকে পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড় ছিলেন। গোলরক্ষক সালভাতোরে সিরিগুও ঠিক জায়গায়ই ছিলেন। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের কাজটি করে ফেলেন নেইমার। ম্যাচ শেষে নেইমারের গোলটির সাথে লিওনেল মেসির গোলেরও প্রশংসা করেন পিএসজির কোচ লরাঁ ব্লাঁ। সেরা খেলোয়াড়দের ছোট সুযোগকে গোলে পরিণত করতে খুব বেশি কিছু লাগে না। বার্সেলোনার প্রথম দুই গোলে এটাই ঘটেছে। বার্সেলোনাকে সমতায় ফেরানো গোলটি করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি। আর ব্যবধান ৩-১ করা গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস।