সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে খুন

মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের ওর্তাভিয়া এলাকায় এক মসজিদে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে খুন করা হয়েছে। গত রোববার বিকেলে আছরের নামাজের সময় এ ঘটনায় একজন ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। নিহত মোহাম্মদ রফিকুল ইসলামের (৩৬) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে। তিনি রিয়াদ থেকে ৩০ কিলোমিটার দূরে একটি খেজুরের খামারে কাজ করতেন এবং মাঝেমধ্যে গাড়ি চালাতেন বলে তার ভাই কামাল উদ্দিন জানান।

Leave a comment