স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য সিঅ্যান্ডবিপাড়ার মরহুম আবু বক্কর সিদ্দিক ড্রাইভারের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনের তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ সংশ্লিষ্টরা। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।