চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

বেশি দামে সার ও সয়াবিন তেল বিক্রি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্বাস্থ্য, শিক্ষাবিভাগ, সরকারি বিভিন্ন দপ্তর ও সেবামূলক প্রতিষ্ঠানের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিদ্যুত সংযোগ প্রদান, বেশি দামে সার ও সয়াবিন তেল বিক্রি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মাথাভাঙ্গা নদীতে কোমর উচ্ছেদসহ নানা বিষয়ে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট আনজুমান আরা উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রহমত আলী বিশ্বাস, জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক মো. জাফর ইকবাল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নিশিত রঞ্জন পাল, ওজোপডিকোর নির্বাহী প্রকৌশলী আবু হাসান, বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক আব্দুল মালেক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে, পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আমজাদ হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রেজাউল করিম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কামরুল হক ও জেলা তথ্য অফিসার মশিউর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালালদের উপদ্রব বন্ধ হয়েছে এবং লাইসেন্সবিহীন কোনো ক্লিনিকে না যাওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ দেয়া হয়েছে। এ সময় শীতজনিত কারণে ডায়ারিয়া ও নিউমনিয়ায় আক্রান্ত হয়ে থাকে বয়ঃবৃদ্ধ ও শিশুরা। সে কারণে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া এ সময়ে কেউ যেন কাঁচা খেজুরের রস না খায়। সেদিকে খেয়াল রাখতে হবে। কাঁচা রস খেয়ে নিপাহ ভাইরাস আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি থাকে। খড়কুটোর কারণে আগুনে পুড়ে যাওয়ার ভয় রয়েছে। আগুন থেকে সতর্ক থাকতে হবে।

আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী বাজারে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে পুলিশ ক্যাম্পের জন্য এলাকাবাসীসহ জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পুলিশ ক্যাম্প উঠিয়ে নেয়া ছাড়া গত্যান্তর থাকবে না।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার প্রধান ফটকে যেসকল অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। টিটিসি ও দামুড়হুদা ফায়ার সার্ভিস স্টেশনে বিদ্যুত সংযোগ প্রদানের জন্য বিদ্যুত বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১০০ মে. টন চাল বিদেশে রপ্তানি হচ্ছে। ২৮ ডিসেম্বর পিএসসির ফলাফল প্রকাশ করা হবে। আলমডাঙ্গার পারকুলা আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারদেরকে নিরাপত্তার বিষয়টি নজর দেয়ার জন্য পুলিশকে নিশ্চিত করতে বলা হয়েছে। পরিসংখ্যান ব্যুরো অধীনে চুয়াডাঙ্গা সদর বাদে তিন উপজেলায় ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত জলবায়ু পরিবর্তন শীর্ষক জরিপের কার্যক্রম চলছে। সয়াবিন তেলের দাম কমলেও চুয়াডাঙ্গার বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নজরদারি বাড়াতে বলা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলাকে ফরমালিনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণার কার্যক্রম এগিয়ে চলেছে। শুধুমাত্র চুয়াডাঙ্গা সদর নয়, অন্য তিন উপজেলাকেও ফরমালিনমুক্ত করার বিষয়ে উদ্যোগ নিতে সভায় বলা হয়েছে।

সভায় জানানো হয়, টেস্ট রিলিফ ও কাবিখা প্রকল্পের ৫০ শতাংশ টাকা দিয়ে যেসকল স্থানে বিদ্যুত ব্যবস্থা নেই সেখানে সোলার প্যানেল ও বায়োগ্যাস প্রকল্প চালু বাধ্যতামূলক করেছে সরকার। সে কারণে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে সরকারি নির্দেশ পালনের নির্দেশ দেয়া হয়।

এছাড়া বাকি থাকা সকল অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করা হবে। গ্রাহকদেরকে ভূমিকর, পৌর কর, বিদ্যুত, টেলিফোন ও পানির বিল নিয়মিত পরিশোধ করতে হবে। সরকারি যেসব দপ্তরে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি, সেসব প্রতিষ্ঠানে অবিলম্বে তথ্য প্রদানকারী কর্মকর্তা নিযুক্ত করতে হবে। মাল্টিমিডিয়ায় ক্লাস নিশ্চিত করতে হবে।

Leave a comment