কোহলির শতকে জবাব ভারতের

মাথাভাঙ্গা মনিটর: অ্যাডিলেইডে গতকাল বৃহস্পতিবার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৬৯ রান তোলে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে এখন আর ১৪৮ রান পিছিয়ে সফরকারীরা। দিনের শুরুতেই অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষে করা ৭ উইকেটে ৫১৭ রানেই প্রথম ইনিংস ঘোষণা করে। শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি ভারতের। দলের ৩০ রানেই আউট হয়ে ফেরেন ২৫ রান করা শিখর ধাওয়ান। কোহলি, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের ব্যাটে এ ধাক্কা সামলে ওঠে সফরকারীরা। উদ্বোধনী জুটিটা অল্প রানে ভাঙার পর এ চারজনের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ভারত। ভারতের পরের চারটি জুটিই ৭০ রান ছাড়ানো। এর মধ্যে তিনটি জুটিতেই ছিলেন টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতক করা কোহলি। দ্বিতীয় উইকেটে পূজারার সাথে ৮১ রানের জুটি গড়ে বিজয় আউট হয়ে যাওয়ার পর উইকেটে আসেন তিনি। দিনের খেলা শেষ হওয়ার ৪ ওভার বাকি থাকতে আউট হওয়ার আগে ১৮৪ বলে ১২টি চারে ১১৫ রান করেন কোহলি। আউট হওয়ার আগে অসাধারণ তিনটি জুটি গড়েন ভারতের অধিনায়ক। তৃতীয় উইকেটে পূজারার সাথে তার জুটিটি ৮১ রানের। ৭৩ রান করে পূজারা আউট হয়ে গেলে কোহলির সাথে জুটি বাধেন রাহানে। এ দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১০১ রান। ১০টি চারে ৬২ রান করে আউট হন রাহানে। এরপর রোহিত শর্মার সাথে জুটি বাধেন কোহলি। দলের ৩৬৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পঞ্চম উইকেটে রোহিতের সাথে তোলেন ৭৪ রান। মিচেল জনসনের শর্ট বলে পুল করতে গিয়ে লং লেগে ক্যাচ দিয়ে মহেন্দ্র সিং ধোনির চোটের কারণে দায়িত্ব নেয়া কোহলি আউট না হলে দিন শেষে বেশ দৃঢ় অবস্থানেই থাকতো ভারত। ৩৩ রান নিয়ে উইকেটে আছেন রোহিত। তার সঙ্গী উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার রান ১। ৯০ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার মিচেল জনসন। নাথান লিয়ন ২ উইকেট নিতে খরচ করেন ১০৩ রান। আর রায়ান হ্যারিস একটি উইকেট পান ৪৯ রান খরচায়।

Leave a comment