ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার হুদাপাড়া ফুটবল টুর্নামেন্ট খেলায় চুয়াডাঙ্গা জেলার জাহাজপোতা একাদশ জয়ী হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় হুদাপাড়া সরকারি প্রাইমারী স্কুলমাঠে ২য় রাউন্ডে বয়রা একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে জাহাজপোতা একাদশ। খেলাটি পরিচালনা করেন আবু বক্কর, সামাদ মাস্টার ও আব্দুল হাই।