স্মিথ-ক্লার্কের ব্যাটে বিপর্যস্ত ভারত

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চাপা পড়েছে ভারত। দিন শেষে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫১৭ রান তুলেছে স্বাগতিকরা। অ্যাডিলেইডে গতকাল বুধবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনে ভারতের বোলারদের দিশেহারা করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ও মিডলঅর্ডার ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিন ৩০ ওভার ৪ বল মোকাবেলা করে অস্ট্রেলিয়া তোলে ১৬৩ রান, যার পুরোটাই আসে স্মিথ-ক্লার্ক জুটিতে। পিঠের ব্যথা নিয়ে খেলেও টেস্ট ক্যারিয়ারে ২৮তম শতক তুলে নেন ক্লার্ক। ১২৮ রান করে ক্লার্ক আউট হওয়ার ৪ বল পরই আলোকস্বল্পতার জন্য খেলা বন্ধ হয়ে যায়। পর্যাপ্ত আলোর অভাবে পরে আম্পায়ার দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক করে এ সময় ১৬২ রান নিয়ে উইকেটে ছিলেন স্মিথ। তার সঙ্গী মিচেল জনসন রানের খাতা খোলেননি। প্রথম দিন ৪৪তম ওভারে ৬০ রান করে আহত অবসর নেন ক্লার্ক। ব্যথানাশক ইনজেকশন নিয়ে দ্বিতীয় দিন স্মিথের সাথে ব্যাট করতে নামেন তিনি। এক বা দুই রান নেয়ার চেয়ে বাউন্ডারি মারার দিকেই বেশি নজর দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। মাঠ ভেজা থাকায় দশ মিনিট দেরিতে শুরু হওয়া দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। বৃষ্টির জন্য বারবার খেলা বন্ধ হলেও প্রতিবার ফিরে এসে বোলারদের পিটিয়েই খেলেন ক্লার্ক ও স্মিথ। ভারতের কোনো বোলারই তাদের বিপক্ষে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। বরুন অ্যারন, মোহাম্মদ সামি আর অভিষিক্ত লেগস্পিনার কর্ণ শর্মা দুটো করে উইকেট পেলেও রানের গতি থামাতে পারেননি। সামি ২৪ ওভারে ১২০ রান দিয়ে ২ উইকেট নেন। অ্যারন ২৩ ওভারে ১৩৬ রান দিয়ে নেন ২ উইকেট। আর কর্ণ ২ উইকেট নিতে ৩৩ ওভারে খরচ করেন ১৪৩ রান। রান উৎসবে মেতে ওঠার মধ্যেই আবার আবেগে ভাসেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান। ক্লার্ক শতক করেও তেমন উচ্ছ্বাস দেখাননি। স্মিথই যেন দ্বিতীয় দিনে বেশি করে ফিরিয়ে আনেন ফিলিপ হিউসের স্মৃতি। শতক করার পর তার উদযাপনটা ছিলো হিউস-কেন্দ্রিক। হিউসের টেস্ট ক্যাপ নম্বর স্মরণ করতে মাঠে আঁকা ৪০৮-এর জায়গাটায় গিয়ে দাঁড়ান তিনি। এরপর ব্যাট তোলেন আকাশের দিকে।

Leave a comment