সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মাহাবুবের স্ত্রী আর নেই

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মাহাবুবের সহধর্মিণী তাহেরা খাতুন আর নেই। তিনি গত মঙ্গলবার সন্ধ্যারাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১শ বছর। তিনি ১০ ছেলে ও দু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার ১০টায় বাগোয়ান ফুটবল খেলার মাঠে জানাজা শেষে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট. ইয়ারুল ইসলাম, জেলা জামাতের আমির তাহাজউদ্দীনসহ এলাকার শ শ স্থানীয় লোকজন।