স্টাফ রিপোর্টার: বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। জানানো হয়, শুক্রবার অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষা। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে। কলেজ পর্যায়ের শিক্ষকদের নিবন্ধন পরীক্ষা হবে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে একাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়ে দু লাখ ৯০ হাজার ৮৯ জন ও কলেজ পর্যায়ে ১ লাখ ৫০ হাজার ৯৮৮ জন অংশ নেবেন।