মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিতে ক্লাস ক্যাম্পিং ও লিফলেট বিতরণ

 

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হসেবে চুয়াডাঙ্গা পলাশপাড়াস্থ মানবতা ফাউন্ডেশন পক্ষকালব্যাপি গৃহীত কর্মসূচি সম্পন্ন করেছে। পালিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনাসভা, সেমিনার, মানববন্ধন, বিবেকগান পরিবেশনসহ নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল বুধবার চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিট্যাল ইউনিভার্সিটি ক্যাম্পাসাকে ও ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্যদিয়ে পক্ষকালের কর্মসূচি সম্পন্ন হয়।

নারী নির্যাতন প্রতিরোধকল্পে সচেতনতামূলক বাণী সংবলিত লিফলেটে দিন-রাত ২৪ ঘণ্টার হটলিংক মোবাইলনম্বরসমূহ উল্লেখ করে বলা হয়, যেকোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন বা নারী শিশু নির্যাতনের ঘটনা ঘটার সাথে সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। ক্লাস ক্যাম্পিং ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. সেলিম উদ্দীন খান, নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, সমন্বয়কারী মনিরা আফরোজ, তথ্য কর্মকর্তা অ্যাড. নওশের আলী, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দীন হাবলু, নির্বাহী সদস্য প্যানেল আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান জালাল, ফার্স্ট ক্যাপিট্যাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক তুহিন আহম্মেদ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুন্নাহার, ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম প্রমুখ।