আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ভুয়া কাজি হাসান হাবিব মঞ্জুকে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের মৃত মোহাম্মদ আলী কাজির ছেলে মোহাম্মদ হাসান হাবিব মঞ্জু (৪০)। তিনি তার পিতার মৃত্যুর পর নিজেই ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রারের সিল বানিয়ে নেন। প্রচার করেন তিনিই ইউনিয়নের কাজি বলে। ভুয়া কাজি সেজে তিনি এ যাবত বিয়ে পড়িয়ে আসছিলেন। অভিযোগসূত্রে বিষয়টি জানতে পেরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার গতকাল খাসকররা এলাকায় যান। সংবাদ পাঠান তাকে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাকে কাজি হিসেবে নিয়োগের কাগজপত্র নিয়ে আনতে বলেন। হাসান হাবিব মঞ্জু কাজি নিয়োগপ্রাপ্তের কাগজপত্র বাড়ি থেকে নিয়ে আসছেন ১০ মিনিটের মধ্যে। এ কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে উপজেলা নির্বাহী অফিসার নিজেই তার বাড়িতে হাজির হন। দেখতে পান তিনি ঘুমাচ্ছেন। ঘুম থেকে তোলার পর তার নিকট আবার উপজেলা নির্বাহী অফিসার নিয়োগপত্র দেখতে চান। কাজি হিসেবে নিয়োগপ্রাপ্তির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিয়ে পড়াতেন বলে স্বীকার করেন। তিনি ভুয়া কাজি সেজে প্রায় ৩শ বিয়ে পড়িয়েছেন বলে জানিয়েছেন। সবকিছু জানার পর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ৩০ বিয়ের ভুয়া কাবিন করানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ডাদেশ ও ১ হাজার টাকা জরিমানা করেন।