স্টাফ রিপোর্টার: ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার সাথে সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারপারসন জিন ল্যাম্বার্ট বলেছেন, তারা বাংলাদেশে নতুন নির্বাচনের আহ্বান করছেন না। তবে পরবর্তী নির্বাচন কীভাবে পরিচালিত হবে তার একটা রাজনৈতিক সমাধান চান। তারা এমন সমাধান চান যাতে জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পান। গতকাল বুধবার ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিটে আমন্ত্রিত অতিথি হয়ে এ সফরে আসেন ল্যাম্বার্ট। ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচন নিয়ে আমাদের যে উদ্বেগ ছিলো, এখনও সেই উদ্বেগ আছে। কেননা এতে সকলের প্রতিনিধি অংশ না নেয়ায় জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পায়নি। এ অবস্থায় ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি। ভবিষ্যতে সেটা দেখতে চাই না। তিনি আরও বলেন, আমরা এখানে নতুন নির্বাচনের আহ্বান করছি না। বরং বাংলাদেশে পরবর্তী নির্বাচন যখনই হোক, সেটা কীভাবে পরিচালিত হবে তার একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন। এবার যাতে জনগণ পছন্দের প্রার্থী নির্বাচনের সুযোগ পায়। এতে করে বাংলাদেশের ইচ্ছার সত্যিকার প্রতিফলন হতে পারে।