স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএডিসিতে ফিরেছেন মোমিন। গতকাল তিনি তার পূর্বের পদে বহাল হয়েছেন। দীর্ঘ প্রায় দেড় মাস কর্মহীন থাকার এক পর্যায়ে গতকাল তাকে কর্মস্থলে ফেরানো হয়। এ সময় তার সহকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি খামারে কয়েকশ শ্রমিক রয়েছেন। গত ২০ অক্টোবর ফার্মের কিছু হালপাতি সরানোকে কেন্দ্র করে দু’ পক্ষের বিরোধ দানা বাধে। এরই জের ধরে উত্তেজনা চরমে রূপ নেয়। ১ নভেম্বর থেকে তাকে কর্মস্থলে কাজ করতে বারণ করা হয়। পরিস্থিতি শান্ত হলে গতকাল তাকে তার কর্মে যোগ দিতে বলা হলে তিনি কাজে যায়। গতকাল সকাল ১১টার দিকে কর্মস্থলে গেলে তাকে ফুলের মালা পরিয়ে বরণ করেন। সাধারণ শ্রমিকরা এ তথ্য জানিয়ে বলেছেন, হুইপ সকল শ্রমিককে মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছেন। কেউ কোনো প্রকারের বিশৃঙ্খলা সৃস্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন।