মাথাভাঙ্গা মনিটর: লুদোগোরেতসের বিপক্ষে ম্যাচটি একদিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য প্রথম। ৪-০ গোলে জেতা এ ম্যাচেই যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিয়েছেন পর্তুগালের অধিনায়ক। সান্তিয়াগো বের্নাবেউতে বুলগেরিয়ার ক্লাব লুদোগোরেতসের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না ইকের কাসিয়ান, সার্জিও রামোস আর মার্সেলো। এ কারণেই অধিনায়কের বাহুবন্ধনী পরেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে অধিনায়ক রোনালদোর অভিষেকটা ভালোই হয়। ৪-০ ব্যবধানের জয়ে একটি গোলও করেন তিনি। ইউরোপ সেরার প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আগে খেললেও কখনো দলকে নেতৃত্ব দেননি রোনালদো। রিয়াল মাদ্রিদকে এর আগে লা লিগা আর কোপা দেল রেতে নেতৃত্ব দিয়েছেন রোনালদো। ২০১৩ সালের জানুয়ারি মাসে ৪ দিনের মধ্যে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবং কোপা দেল রেতে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।