চুয়াডাঙ্গার কুকিয়াচাঁদপুর বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন ও দুটি সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুকিয়াচাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনসহ শঙ্করচন্দ্র ইউনিয়নের দুটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল তিনি পৃথক পৃথকভাবে এসব উদ্বোধন করেন।

গতকাল বেলা সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরশাদ উদ্দিন চন্দন। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন ‘ আগামীতে বিদ্যালয়টি এমপিওভুক্ত করা হবে। সেই সাথে এলাকার সব কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকা করা হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হজরত, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ। বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ ও জেলা ছাত্রলীগের সহসভাপতি রোবায়েত বিন আজাদ সোস্তির।

এর আগে ডিঙ্গেদহ ভায়া মাখালডাঙ্গা দোস্তের হাট ও মাখালডাঙ্গা-শ্রীকোল সড়ক মোট ২ কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার।