চালক ঘুমিয়ে পড়ায় চট্টগ্রামে রেল দুর্ঘটনা

 

স্টাফ রিপোর্টার: চালক ঘুমিয়ে পড়ায় চট্টগ্রাম রেলস্টেশনের প্লাটফর্মে ইঞ্জিনসহ মহানগর প্রভাতী এক্সপ্রেসের বগি উঠে যায় বলে জানিয়েছেন চালক একেএম জহুরুল হক ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এম মুরাদ হোসেন। এদিকে ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। প্রভাতী এক্সপ্রেসের লোকমাস্টার (চালক) একেএম জহুরুল হক বলেন, গতকাল বুধবার সকালে ঢাকাগামী প্রভাতী এক্সপ্রেসের ১৬টি কোচসহ সান্টিং ইঞ্জিন দিয়ে টেনে পাহাড়তলীর মার্শাল ইয়ার্ড থেকে চট্টগ্রাম স্টেশনের দিকে নিয়ে আসছিলাম। ভোর সাড়ে ৫টার পরে চট্টগ্রাম রেলস্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে আসার পর ট্রেনের ইঞ্জিন এবং একটি কোচ লাইনচ্যুত হয়ে প্লাটফর্মে উঠে যায়। পর পর দু নাইট ডিউটির কারণে আমি তন্দ্রাচ্ছন্ন থাকায় দুর্ঘটনাটি ঘটে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এম মুরাদ হোসেনের বলেন, চালক ঘুমের ঘোরে থাকায় পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) মো. ফিরোজ ইফতেখার বলেন, ভাগ্যক্রমে কারো প্রাণহানি কিংবা যাত্রী সাধারণের কোনো রকম ক্ষতি হয়নি। ইঞ্জিনসহ বগিটি উদ্ধার করে সকাল ১১টায় রেললাইনে আনা হয়েছে। তদন্ত কমিটি সম্পর্কে তিনি বলেন, আশা করি আগামীকাল প্রতিবেদন জমা দিতে পারবো।