ইসরাইলী সেনাদের হামলায় ফিলিস্তিনের মন্ত্রী নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইসরায়েলী সেনাদের সাথে সংঘর্ষে ফিলিস্তিনি এক মন্ত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার পশ্চিমতীরের তারমুসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক আলোকচিত্রী জানান, অধিকৃত পশ্চিম তীরে এক সংঘর্ষের সময় মন্ত্রী জিয়াদ আবু আইনকে আঘাত করে ইসরায়েলী সেনারা। এরপর আবু আইনকে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছিলো। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ফিলিস্তিনি শহর রামালাল্লায় মারা যান মন্ত্রী। হাসপাতালের চিকিৎসকেরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। উল্লেখ্য, ইসরায়েলি বসতিস্থাপন নীতির ঘোর বিরোধী নেতা ছিলেন ফিলিস্তিনি এ মন্ত্রী আবু আইন।