দর্শনা অফিস: দামুড়হুদার জয়রামপুর দাসপাড়ার দিলীপ আর নেই। গত সোমবার রাত ১২টার দিকে উপজেলার হাউলীর ইউনিয়নের জয়রামপুর দাসপাড়ার নিতাই পদ দাসের ছেলে দামুড়হুদা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্মসম্পাদক দিলীপ দাস হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ডুগডুগি মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। দিলীপের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা জয়ন্ত সিংহ, কিশোর কুমার কুণ্ডু, উত্তম রঞ্জন দেবনাত, আজয় কুমার লোদসহ নেতৃবৃন্দ।