মেহেরপুর অফিস: মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে কেন্দ্রঘোষিত দশ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে মেহেরপুর বিএনপির প্রকাশিত ‘যাদের রক্ত ত্যাগে স্বদেশ তুমি আমার’ শীর্ষক কবিতার পোস্টার ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে প্রদান করেন মাসুদ অরুন।
ঢাকা উত্তরায় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাড়িতে আলাপকালে মহাসচিব বলেন, দেশ এখন চরম সঙ্কটকাল অতিক্রম করছে। জনতার বিজয়কে ছিনতাই করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন- লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা, আইনের শাসন এবং গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান সংগ্রামকে এগিয়ে নিতে আজ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।