দামুড়হুদার নতিপোতায় দোকানে রাখা মোটরসাইকেল আগুনে ভস্মীভূত

 

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে সার-ডিজেল ব্যবসায়ীর দোকানে থাকা ১০০ সিসি ইয়ামাহা আরএক্স মোটরসাইকেল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাত ২টার দিকে। দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের আবু বক্করের ছেলে সার-ডিজেল ব্যবসায়ী আব্দুর রফিক (৩৫) তার মোটরসাইকেলটি রাতে দোকানে রাখেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে দোকান খুলে দেখেন তার মোটরসাইকেলটি পুড়ে গেছে। কিন্তু দোকানে থাকা অন্যান্য জিনিসপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।