দর্শনা দক্ষিণচাঁদপুরে পুকুরে ডুবে বৃদ্ধার করুণ মৃত্যু

 

দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা পৌর শহরের দক্ষিণচাঁদপুর গোরস্তানপাড়ার হারুন মণ্ডলের স্ত্রী সফুরা বেগম (৯৮) স্থানীয় ছডাঙ্গা মাঠের একটি পুকুরে গোসল করতে যান। পুকুরের পানিতে ডুবে সফুরার করুণ মৃত্যু হয়েছে। গতকাল রাতেই স্থানীয় গোরস্তানে সফুরার দাফন সম্পন্ন করা হয়।