জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের শিয়ালমারী থেকে ছিনতাইকারীরা রাস্তায় বেরিকেড দিয়ে এক মোটরসাইকেলচালককে আটকে মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে ছিনতাইকারীরা ফারুকের চোখ-মুখ ও হাত বেধে রাস্তার পাশে ফেলে দিয়ে তার টিভিএস মোটরসাইকেল ছিনতাই করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে ফারুক রোববার রাত ৯টার দিকে তার টিভিএস মোটরসাইকেলযোগে ফিরছিলেন। এ সময় শিয়ালমারীর নিকট পৌঁছুলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় ফারুকের চোখ-মুখ ও হাত বেধে ফেলে। পরে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা চম্পট দেয় বলে জানা যায়।