চুয়াডাঙ্গা পৌর ৩ নং ওয়ার্ড জাসদ’র কমিটি গঠন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ৩ নং ওয়ার্ড জাসদ’র কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রকিব উদ্দীন রাজ সভাপতি ও সেলিম মল্লিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সহকারী মিলনতায়নে আসির উদ্দীন কলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ড জাসদ’র সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন। বক্তব্য রাখেন রকিব উদ্দীন, শুকুর আলী গেরিলা, মিন্টু রাজ, লাবলুর রহমান, ইকতারুল, মাসুদ রানা উজ্জল, সেলিম মল্লিক প্রমুখ।

গঠিত কমিটিতে সদস্যরা হলেন- শুকুর আলী গেরিলাত, আলীহিম, কনক, আকাশ, সাঈদ, শুকুর আলী, টিপন্স, আব্দুল, রাসেল, জামাল, বিপ্লব, হৃদয় ও ক্লান্তি। সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারসহ সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের দাবি জানান।